আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে প্রাথমিকভাবে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে।
সিরাজগঞ্জে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী প্রাথমিকভাবে আলোচনায় যাদের নাম, তারা হলেন—
সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনে ইসমাইল সিরাজী,
সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ) আসনে এস এম সাইফ মুস্তাফিজ,
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে দিলশানা পারুল,
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে দ্যুতি অরণ্য চৌধুরী এবং
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে সর্দার আমিরুল ইসলাম সাগর।
সিরাজগঞ্জ-৬ আসনের প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন এনসিপির জেলা আহ্বায়ক কমিটির এক সদস্য।
দলীয় সূত্রে জানা যায়, আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে গণভোট আয়োজনের প্রস্তুতিও চলছে।
দলের একাধিক নেতা জানান, নতুন রাজনৈতিক বাস্তবতায় এনসিপি তরুণ নেতৃত্ব ও সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। আগামী সপ্তাহে কেন্দ্রীয় নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার প্রকাশ করবে।
Tags: জাতীয় নাগরিক পার্টি, দিলশানা পারুল, দ্যুতি অরণ্য চৌধুরী, সর্দার আমিরুল ইসলাম সাগর