বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ১১ আগস্ট ২০২৫ তারিখে সিরাজগঞ্জ জেলা ইউনিট কমান্ডের ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন করেছে।
নতুন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মেসের উদ্দিন শেখ। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাহফুজার রহমান এবং সদস্য সচিবের দায়িত্বে আছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু তাহের খান।
১৪ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলালকে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।
দোয়া মাহফিলের মাধ্যমে ইউনিট কমান্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা কমান্ডার ও আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মেসের উদ্দিন শেখ এবং পরিচালনা করেন সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবু তাহের খান।
সভায় উপস্থিত সবাই মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।
পুরো কমিটি

Tags: মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সংসদ