সিরাজগঞ্জের মাছুমপুর এলাকার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মাছুমপুর ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উৎসব নানা আয়োজনে উদযাপিত হয়েছে। ২৪ জানুয়ারি শুরু হওয়া এই উৎসবে ক্রীড়া, সংস্কৃতি ও আনন্দঘন পরিবেশে অংশ নেন স্থানীয় ক্রীড়াপ্রেমী, সাবেক-বর্তমান খেলোয়াড় ও গণ্যমান্য ব্যক্তিরা।
উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। এছাড়া ক্লাবের সাবেক কৃতি ফুটবলার হেদায়েতুল ইসলাম ফ্রুটসহ স্থানীয় ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উৎসবের প্রথম দিন ২৪ জানুয়ারি মাছুমপুর এলাকায় একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং এতে ক্লাবের সদস্য, খেলোয়াড়, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পরদিন ২৫ জানুয়ারি আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও বিভিন্ন পরিবেশনায় অংশ নেন।
আয়োজক সূত্র জানায়, সুবর্ণজয়ন্তী উপলক্ষে মূলত ২৩ ও ২৪ জানুয়ারি দুই দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কর্মসূচির পরিকল্পনা ছিল, যা স্থানীয় পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে।
উল্লেখ্য, মাছুমপুর ক্রীড়া চক্র ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ পাঁচ দশক ধরে ক্লাবটি সিরাজগঞ্জ অঞ্চলে খেলাধুলার প্রসার, তরুণদের সুস্থ বিনোদন এবং ক্রীড়া প্রতিভা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সুবর্ণজয়ন্তীর এই আয়োজন ক্লাবটির গৌরবময় পথচলার একটি স্মরণীয় অধ্যায় হিসেবে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর আবহ তৈরি করেছে।
Tags: মাছুমপুর ক্রীড়া চক্র, রুমানা মাহমুদ