সিরাজগঞ্জ জেলা সদরের শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নাম পরিবর্তন, শূন্য পদ পূরণ, জরুরি, আউটডোর ও মেডিসিন বিভাগে প্রয়োজনীয় নতুন পদ সৃষ্টি, ক্যাথল্যাব বিভাগে স্থায়ী জনবল নিয়োগ এবং ক্যান্সার বিভাগের পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জ নাগরিক সমাজ ও সিরাজগঞ্জ স্বাস্থ্যকর্মী ফোরামের আয়োজনে রবিবার (২৬ অক্টোবর) হাসপাতাল প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মী, শিক্ষক, চিকিৎসক, ছাত্রছাত্রী, নার্স, সেবাকর্মীসহ সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালটি সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কেন্দ্র। কিন্তু পর্যাপ্ত চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট ও কর্মচারী না থাকায় প্রতিদিন রোগীরা ভোগান্তিতে পড়ছেন। দ্রুত শূন্য পদ পূরণ, নতুন পদ সৃষ্টি এবং স্থায়ী নিয়োগ দিতে হবে।
বক্তারা আরও জানান, হাসপাতালের ২০ কোটি টাকায় কেনা আধুনিক ক্যাথ-ল্যাব মেশিন এখনো চালু হয়নি। এই যন্ত্রের মাধ্যমে হার্টের রোগীদের এনজিওগ্রাম ও রিং বসানোর মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা দেওয়া সম্ভব।
বক্তারা বলেন, হাসপাতালের সক্ষমতা বাড়াতে ক্যান্সার, ক্যাথল্যাব ও আইসিইউ ইউনিটকে পূর্ণাঙ্গভাবে চালু করতে হবে। একইসাথে স্থানীয়ভাবে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার দিতে হবে।
এর মধ্যেই কর্তৃপক্ষ ২০ কোটি টাকার মেশিনটি ঢাকায় স্থানান্তরের উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
মানববন্ধন শেষে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা হাসপাতালের পরিচালক এ টি এম নুরুজ্জামানকে জেরার মুখে ফেলেন। তারা পরিচালকের কাছে স্থানান্তরের কারণ জানতে চাইলে উপস্থিতদের অনুরোধে পরিচালক বিস্তারিত ব্যাখ্যা দিয়ে সবাইকে সঙ্গে নিয়ে ক্যাথ-ল্যাব মেশিনটি সরেজমিনে পরিদর্শন করেন।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক এ টি এম নুরুজ্জামান বলেন, হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা চলছে। ক্যাথ-ল্যাব মেশিন স্থানান্তর করতেও ৪০ থেকে ৫০ লাখ টাকা খরচ হবে। দেশের বিভিন্ন জেলার মেশিন পরিদর্শন করতে একটি টিম ঘুরেছে, তবে এখনো স্থানান্তরের কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা জানিয়েছি, এটি দরিদ্র এলাকা। এখানকার মানুষের চিকিৎসা সেবার জন্য এই মেশিনটি অপরিহার্য।
মানববন্ধনে বক্তব্য রাখেন এবং পরিচালকের সঙ্গে কথা বলেন সিরাজগঞ্জ জেলা স্বার্থরক্ষা ফোরাম আহবায়ক ডা: এস এ আব্দুল লতিফ, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, মেডিক্যাল কলেজ শিক্ষক সমিতির সদস্য ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
Tags: মনসুর আলী মেডিক্যাল