কেন্দ্রীয় জামে মসজিদের বন্ধ থাকা শতবর্ষী মাদ্রাসায় পাঠদান চালু
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
কেন্দ্রীয় জামে মসজিদের বন্ধ থাকা শতবর্ষী মাদ্রাসায় পাঠদান চালু
সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের শতবর্ষী মাদ্রাসায় দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান বাচ্চু। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “শিক্ষা হলো সমাজের ভিত্তি। ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমে তরুণ প্রজন্মকে সৎ, আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের এ ঐতিহ্যবাহী মাদ্রাসা নতুনভাবে পাঠদান শুরু করায় এলাকার মানুষ আবারও তাদের সন্তানদের এখানে পড়াশোনা করাতে আগ্রহী হবে।” স্থানীয় আলেম-ওলামা, মসজিদের কমিটি সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এ মাদ্রাসা শত বছরের পুরাতন একটি প্রতিষ্ঠান, যা যুগ যুগ ধরে সিরাজগঞ্জসহ আশেপাশের অঞ্চলের ধর্মীয় শিক্ষার কেন্দ্র ছিল। দীর্ঘদিন পাঠদান বন্ধ থাকায় একটি শূন্যতা তৈরি হয়েছিল। আজ থেকে নতুন সূচনার মধ্য দিয়ে সেই গৌরবময় ঐতিহ্য আবার ফিরে আসছে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, প্রাথমিক পর্যায়ে নূরানি ও কিতাব বিভাগের পাঠদান শুরু হয়েছে। ভবিষ্যতে হিফজ ও আলিয়া বিভাগের শিক্ষাও চালু করা হবে।
70
সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের শতবর্ষী মাদ্রাসায় দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় পাঠদান কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান বাচ্চু।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “শিক্ষা হলো সমাজের ভিত্তি। ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমে তরুণ প্রজন্মকে সৎ, আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের এ ঐতিহ্যবাহী মাদ্রাসা নতুনভাবে পাঠদান শুরু করায় এলাকার মানুষ আবারও তাদের সন্তানদের এখানে পড়াশোনা করাতে আগ্রহী হবে।”
স্থানীয় আলেম-ওলামা, মসজিদের কমিটি সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এ মাদ্রাসা শত বছরের পুরাতন একটি প্রতিষ্ঠান, যা যুগ যুগ ধরে সিরাজগঞ্জসহ আশেপাশের অঞ্চলের ধর্মীয় শিক্ষার কেন্দ্র ছিল। দীর্ঘদিন পাঠদান বন্ধ থাকায় একটি শূন্যতা তৈরি হয়েছিল। আজ থেকে নতুন সূচনার মধ্য দিয়ে সেই গৌরবময় ঐতিহ্য আবার ফিরে আসছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, প্রাথমিক পর্যায়ে নূরানি ও কিতাব বিভাগের পাঠদান শুরু হয়েছে। ভবিষ্যতে হিফজ ও আলিয়া বিভাগের শিক্ষাও চালু করা হবে।