সিরাজগঞ্জের কৃতি মানুষ ও সাবেক সচিব এম হাফিজউদ্দিন খান আর নেই
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সিরাজগঞ্জের কৃতি মানুষ ও সাবেক সচিব এম হাফিজউদ্দিন খান আর নেই
সিরাজগঞ্জের রহমতগঞ্জের নিবাসী সাবেক সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা নামাজ সিরাজগঞ্জের রহমতগঞ্জ কবরস্থানে অনুষ্ঠিত হবে। সম্ভাব্যভাবে আগামী শুক্রবার জুমার নামাজের পর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এম হাফিজউদ্দিন খান ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ ও প্রথিতযশা প্রশাসক। তিনি ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার মৃত্যুতে দেশের প্রশাসন, অর্থনীতি ও সুশাসন আন্দোলনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
494
সিরাজগঞ্জের রহমতগঞ্জের নিবাসী সাবেক সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা নামাজ সিরাজগঞ্জের রহমতগঞ্জ কবরস্থানে অনুষ্ঠিত হবে। সম্ভাব্যভাবে আগামী শুক্রবার জুমার নামাজের পর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এম হাফিজউদ্দিন খান ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ ও প্রথিতযশা প্রশাসক। তিনি ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তার মৃত্যুতে দেশের প্রশাসন, অর্থনীতি ও সুশাসন আন্দোলনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।