সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরের নিউ ঢাকা রোডস্থ জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সহকারী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাবেক শ্রমিক নেতা অ্যাডভোকেট শিমুল বিশ্বাস।
শিমুল বিশ্বাস তার বক্তব্যে বলেন, “যেভাবে ১৯৬৯ সালে কৃষক-শ্রমিক সাধারণ মানুষ আন্দোলনে নেমে পাকিস্তানি শাসনের অবসান ঘটিয়েছিল, তেমনি আজকের দিনে গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সকল শ্রমিককে মাঠে নামতে হবে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে।”
তিনি আরও বলেন, দেশের চলমান সংকট নিরসনে একটি গণতান্ত্রিক ও নির্বাচিত সরকারের বিকল্প নেই। এজন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি বেগম রোমানা মাহমুদ, এবং জেলা সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, “আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। গত ১৬ বছর ধরে আন্দোলনের প্রতিটি ধাপে শ্রমিক দল ছিল আমাদের শক্তি ও প্রেরণা।”
সভায় সভাপতিত্ব করেন জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক শামসুল আলম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম. এ. ওয়াহাব।
সিরাজগঞ্জে শ্রমিক দলের সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় শ্রম বিষয়ক সহসম্পাদক হুমায়ুন কবির খান, গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. মিনার উদ্দিন, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন রাজেশ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, ছাত্রদল সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি বিশা সেখ, ও সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি।
এছাড়া উপস্থিত ছিলেন হাসিনুর রহমান হাসি, ইমরান হোসেন ইমন, আবু তাহের, আব্দুল মালেক, সুলতান তালুকদার, সিরাজুল ইসলাম সিরাজ, মাজেদ খানসহ জেলা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
নেতারা বলেন, বিএনপি’র নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে—ধানের শীষই বাংলার মানুষের মুক্তির প্রতীক।
আপনি চাইলে আমাদের অন্য সংবাদ গুলাও পড়তে পারেন – আরো সংবাদ ।
Tags: শিমুল বিশ্বাস