সারাদেশের মতো সিরাজগঞ্জেও বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ইসলামিয়া সরকারি কলেজ জামে মসজিদ সংলগ্ন মাঠে জেলা বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিল আয়োজন করা হয়।
এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীসহ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন। এছাড়াও জেলার বিভিন্ন মসজিদে বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া চাওয়া হয়।
দোয়ার আগে ইসলামিয়া সরকারি কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি হাফেজ মাওলানা রুহুল আমিনের নেতৃত্বে ফাতেহা শরীফ ও দরুদ শরীফ পাঠ করা হয়। পরে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে দেশ-জাতির কল্যাণ এবং বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করা হয়।
অনুষ্ঠানে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মুসুল্লী ও স্থানীয় মানুষজনও স্বতঃস্ফূর্তভাবে দোয়া মাহফিলে অংশ নেন।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে এবং অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। বোর্ডের সঙ্গে যুক্ত হয়েছেন যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকরাও।
Tags: খালেদা জিয়া, দোয়া মাহফিল, সাইদুর রহমান বাচ্চু