বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিরাজগঞ্জে টানা দুই দিন ব্যাপক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার মাগরিবের নামাজের পর পৌর ভাসানী মিলনায়তনে এবং রবিবার সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।
দুই দিনের কর্মসূচিতেই দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ অনেক নেতাকর্মীরাও অংশ নেন মাহফিলে।
দোয়া মাহফিলগুলোতে সংক্ষিপ্ত বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, সাবেক বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের অবদান আজো স্মরণীয়। তিনি অসুস্থ থাকার খবরে সারাদেশের মানুষ উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে এবং মহান আল্লাহর নিকট তার দ্রুত আরোগ্য কামনা করছে।
তিনি আরও বলেন, “আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছেন বাংলাদেশের প্রাণ। তিনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকে, আর তিনি না থাকলে বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে।” এ সময় তিনি ঘরে ঘরে, মসজিদে মসজিদে পবিত্র কোরআন তেলাওয়াত, দরুদ শরিফ ও ফাতেহা পাঠ করে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া করতে সকলের প্রতি আহ্বান জানান।

রোববার কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সাইদুর রহমান বাচ্চুও খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। ফাতেহা শরিফ পাঠ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ।
শনিবার ভাসানী মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা নুরনবী হুসাইন। দুই দিনের দোয়া মাহফিলেই বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন এবং এ সময় অনেকেই আবেগে কান্নায় ভেঙে পড়েন।
বিএনপি নেতারা বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতা শুধু দলের নয়, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Tags: ইকবাল হাসান মাহমুদ টুকু, খালেদা জিয়া, দোয়া মাহফিল, সাইদুর রহমান বাচ্চু