কামারখন্দে প্রান্তিক কৃষকদের বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
কামারখন্দে প্রান্তিক কৃষকদের বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে মাসকলাইয়ের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা দেওয়া হয়। প্রতিজন কৃষককে ১ বিঘা জমিতে আবাদ করার জন্য ৫ কেজি মাসকলাই বীজ, ৫ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসের কৃষি কর্মকর্তা রতনচন্দ্র বর্মন, যিনি এ কার্যক্রমের সার্বিক দায়িত্বে ছিলেন। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা এবং সুফলভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার চার ইউনিয়নের কৃষকদের মাঝে এ প্রণোদনা বিতরণ করা হয়েছে। এর মধ্যে ভদ্রঘাট ইউনিয়নের ২৫ জন, ঝাঐল ইউনিয়নের ২৫ জন, জামতৈল ইউনিয়নের ২৫ জন এবং রায়দৌলতপুর ইউনিয়নের ২৫ জন কৃষক বিনামূল্যে এ বীজ ও সার পেয়েছেন। কামারখন্দ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা জানান, সরকারের এই প্রণোদনা কার্যক্রম ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাসকলাই আবাদে আগ্রহী করে তুলবে এবং উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
89
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে মাসকলাইয়ের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা দেওয়া হয়। প্রতিজন কৃষককে ১ বিঘা জমিতে আবাদ করার জন্য ৫ কেজি মাসকলাই বীজ, ৫ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসের কৃষি কর্মকর্তা রতনচন্দ্র বর্মন, যিনি এ কার্যক্রমের সার্বিক দায়িত্বে ছিলেন। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা এবং সুফলভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার চার ইউনিয়নের কৃষকদের মাঝে এ প্রণোদনা বিতরণ করা হয়েছে। এর মধ্যে ভদ্রঘাট ইউনিয়নের ২৫ জন, ঝাঐল ইউনিয়নের ২৫ জন, জামতৈল ইউনিয়নের ২৫ জন এবং রায়দৌলতপুর ইউনিয়নের ২৫ জন কৃষক বিনামূল্যে এ বীজ ও সার পেয়েছেন।
কামারখন্দ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা জানান, সরকারের এই প্রণোদনা কার্যক্রম ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাসকলাই আবাদে আগ্রহী করে তুলবে এবং উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।