জুলাই রচনা প্রতিযোগিতায় সিরাজগঞ্জ সরকারি কলেজ শিক্ষার্থীদের সাফল্য
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
জুলাই রচনা প্রতিযোগিতায় সিরাজগঞ্জ সরকারি কলেজ শিক্ষার্থীদের সাফল্য
জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত রচনা/নিবন্ধ লিখন প্রতিযোগিতায় সারাদেশের শিক্ষার্থীদের মধ্য থেকে সিরাজগঞ্জ সরকারি কলেজের তিন শিক্ষার্থী শীর্ষ দশের মধ্যে স্থান করে নেওয়ার গৌরব অর্জন করেছে। “আমার দেখা জুলাই গণঅভ্যুত্থান” শিরোনামে আয়োজিত এ প্রতিযোগিতায় সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১৯২ জন শিক্ষার্থী নিজ হাতে লেখা রচনা ও নিবন্ধ জমা দেয়। মূল্যায়নের মাধ্যমে ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৯ জন শিক্ষার্থীকে সেরা হিসেবে নির্বাচিত করা হয়। ফলাফলে সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগ (২০২১-২২ সেশন) এর শিক্ষার্থী মাহিয়া ইসরাত মৌ অষ্টম স্থান, হিসাববিজ্ঞান বিভাগ (২০২১-২২ সেশন) এর আবিদা সুলতানা নবম স্থান এবং প্রাণিবিদ্যা বিভাগের খাদিজাতুল কুবরা দশম স্থান অর্জন করেন। প্রতিযোগিতার মূল্যায়ন প্রক্রিয়ায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, খ্যাতিমান লেখক, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জুলাই শহীদ আনাসের মা ও বাবা অংশ নেন। এ সাফল্যে সিরাজগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। কলেজের শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের এ অর্জন শুধুমাত্র কলেজের জন্যই নয়, পুরো সিরাজগঞ্জ জেলার জন্য গৌরবের বিষয়। অংশগ্রহণকারীরা জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক অবিচ্ছেদ্য অধ্যায়। সেই ইতিহাসকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে জাতীয় গ্রন্থকেন্দ্রের এ উদ্যোগ প্রশংসনীয়।
342
জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত রচনা/নিবন্ধ লিখন প্রতিযোগিতায় সারাদেশের শিক্ষার্থীদের মধ্য থেকে সিরাজগঞ্জ সরকারি কলেজের তিন শিক্ষার্থী শীর্ষ দশের মধ্যে স্থান করে নেওয়ার গৌরব অর্জন করেছে।
“আমার দেখা জুলাই গণঅভ্যুত্থান” শিরোনামে আয়োজিত এ প্রতিযোগিতায় সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১৯২ জন শিক্ষার্থী নিজ হাতে লেখা রচনা ও নিবন্ধ জমা দেয়। মূল্যায়নের মাধ্যমে ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৯ জন শিক্ষার্থীকে সেরা হিসেবে নির্বাচিত করা হয়।
ফলাফলে সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগ (২০২১-২২ সেশন) এর শিক্ষার্থী মাহিয়া ইসরাত মৌ অষ্টম স্থান, হিসাববিজ্ঞান বিভাগ (২০২১-২২ সেশন) এর আবিদা সুলতানা নবম স্থান এবং প্রাণিবিদ্যা বিভাগের খাদিজাতুল কুবরা দশম স্থান অর্জন করেন।
প্রতিযোগিতার মূল্যায়ন প্রক্রিয়ায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, খ্যাতিমান লেখক, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জুলাই শহীদ আনাসের মা ও বাবা অংশ নেন।
এ সাফল্যে সিরাজগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। কলেজের শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের এ অর্জন শুধুমাত্র কলেজের জন্যই নয়, পুরো সিরাজগঞ্জ জেলার জন্য গৌরবের বিষয়।
অংশগ্রহণকারীরা জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক অবিচ্ছেদ্য অধ্যায়। সেই ইতিহাসকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে জাতীয় গ্রন্থকেন্দ্রের এ উদ্যোগ প্রশংসনীয়।