ভারী বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিরাজগঞ্জে যমুনার নদীর পানি দ্রুত বাড়ছে। বন্যার শঙ্কা দেখা দিয়েছে জেলার বিভিন্ন এলাকায়।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ হার্ড পয়েন্ট এলাকায় ১৯ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৮৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে কাজীপুর পয়েন্ট যমুনা নদীর পানি ২৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১২১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলার সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর এই পাঁচটি উপজেলার চরাঞ্চলের গ্রামগুলোর ফসলি জমি প্লাবিত হতে শুরু করেছে। ইতোমধ্যে তলিয়ে গেছে চরাঞ্চলের নিম্নাঞ্চল। ফলে চরাঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান বলেন, যমুনা নদীর পানি আরও কয়েকদিন বাড়তে পারে। এতে ছোট থেকে মাঝারি বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। ভাঙ্গন রোঁধে ভাঙ্গনকবলিত এলাকায় জিও-টিউব ফেলা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বন্যা মোকাবিলায় সব প্রস্তুতি গ্রহণ করেছে।
Tags: বন্যার পূর্বাভাস, সিরাজগঞ্জে বন্যা