সিরাজগঞ্জের যমুনা নদীতে আবারো পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ ও কাজিপুর পয়েন্টে প্রায় ২৬ সেন্টিমিটার পানি বেড়েছে। এতে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং নতুন নতুন এলাকা পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (হেডকোয়ার্টার) নাজমুল হোসাইন জানিয়েছেন, উজান থেকে নেমে আসা ঢল ও দফায় দফায় বৃষ্টিপাতের কারণে পানি বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে ১৩ সেন্টিমিটার ও কাজিপুর পয়েন্টে ১৩ সেন্টিমিটার পানি বেড়েছে। ফলে সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া চলনবিল এলাকার তাড়াশ উপজেলারও বেশ কিছু এলাকা পানিতে তলিয়ে গেছে।
বিশেষ করে শাহজাদপুর, বেলকুচি ও কাজিপুর উপজেলার অনেক নিম্নাঞ্চলের ফসলি জমি পানিতে ডুবে যাওয়ার উপক্রম হয়েছে। এতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
এদিকে যমুনার তীরবর্তী চরাঞ্চলের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। গত সপ্তাহে চৌহালী বেড়িবাঁধের প্রায় ৫০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। সেখানে ভাঙন রোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান জানিয়েছেন, যমুনায় আরো কয়েকদিন পানি বাড়তে পারে। তবে বড় ধরনের বন্যার আশঙ্কা নেই। তিনি আরও বলেন, পানি বৃদ্ধির সাথে সাথে চরাঞ্চলে ভাঙন তীব্র হতে পারে, তাই বিশেষ করে বাঁধ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
Tags: বন্যার পূর্বাভাস, যমুনা নদীর পানি