যমুনা সেতুতে ট্রাকের সংঘর্ষে কিছুসময় যান চলাচল বন্ধ
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
যমুনা সেতুতে ট্রাকের সংঘর্ষে কিছুসময় যান চলাচল বন্ধ
সিরাজগঞ্জের যমুনা সেতুর উত্তরবঙ্গমুখী লেনে পরপর তিনটি ট্রাকের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। রোববার (২৪ আগস্ট) ভোরে এ দুর্ঘটনার পর সেতুর দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ক্ষতিগ্রস্ত ট্রাকগুলো সরিয়ে নেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়। যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন। নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ভোর ৫টা ১৫ মিনিটের দিকে সেতুর ২৩ নম্বর পিলারের কাছে ট্রাক, কাভার্ডভ্যান ও দুধবাহী গাড়ি একে অপরকে ধাক্কা দেয়। এতে তিনটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়ে লেনজুড়ে আটকে যায়। তিনি আরও জানান, দুর্ঘটনার পর উত্তরবঙ্গগামী উভয় লেনেই যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে রেকারের সাহায্যে ট্রাকগুলো সরানো হলে সকাল ৬টা ৩০ মিনিটের দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় কেউ নিহত না হলেও দুইজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
72
সিরাজগঞ্জের যমুনা সেতুর উত্তরবঙ্গমুখী লেনে পরপর তিনটি ট্রাকের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। রোববার (২৪ আগস্ট) ভোরে এ দুর্ঘটনার পর সেতুর দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ক্ষতিগ্রস্ত ট্রাকগুলো সরিয়ে নেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়।
নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ভোর ৫টা ১৫ মিনিটের দিকে সেতুর ২৩ নম্বর পিলারের কাছে ট্রাক, কাভার্ডভ্যান ও দুধবাহী গাড়ি একে অপরকে ধাক্কা দেয়। এতে তিনটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়ে লেনজুড়ে আটকে যায়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর উত্তরবঙ্গগামী উভয় লেনেই যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে রেকারের সাহায্যে ট্রাকগুলো সরানো হলে সকাল ৬টা ৩০ মিনিটের দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনায় কেউ নিহত না হলেও দুইজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।