সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সংগ্রামী জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকুকে আজ বিকেলে এক নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।
আয়োজনে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিগত পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী এমপি সহ দলীয় নেতাকর্মীরা জনগণের রক্ত ঘামে কষ্টার্জিত সম্পদ লুটপাট করে,শোষণ করে বিদেশে পাচার করে এক একজন ভোগ বিলাসের সাম্রাজ্য গড়ে তুলেছে। জনগণের প্রকৃত ম্যান্ডেট ছাড়া জোড়জুলুম করে ক্ষমতা আকাঁড়িয়ে ধরে লুটপাট করে তারা দেশকে শ্মশানে পরিণত করেছে। ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থান জুলুমবাজ ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে,এখন আগামী ফেব্রুয়ারী মাসে জনগণের বহু কাঙ্ক্ষিত যে নির্বাচন অনুষ্ঠিত হবে,সেই নির্বাচনে জনগণের ভোটে বিএনপি জয়লাভ করলে ১৯ দফা ও ৩১দফার আলোকে বিএনপি নতুন বাংলাদেশ বির্নিমাণ করবে।
সংবর্ধনা অনুষ্ঠানে জনতার অভিবাদনে হাত উঁচু করে সাড়া দেন ইকবাল হাসান মাহমুদ টুকু।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু।

টুকু আরও বলেন,একটি দল ধর্মের নামে রাজনীতি করে জনগণকে ধর্মের সার্টিফিকেট, বেহেশতের টিকিট পাওয়ার কথা বলে সহজ সরল ধর্মপ্রাণ মানুষদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদের ছলচাতুরী ও ধর্মের নামে রাজনীতি থেকে জনগণকে সজাগ থাকার আহবান জানান তিনি।
নাগরিক সংর্বধনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নাজমুল ইসলাম।
বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রেজাউর রহমান ফিরোজের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলীর পরিচালনায় নাগরিক সংবর্ধনায় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন সিরাজগঞ্জ -১ (সদর উপজেলার আংশিক ও কাজিপুর উপজেলা) থেকে পুনরায় সিরাজগঞ্জ ২ (সিরাজগঞ্জ সদর উপজেলা ও কামারখন্দ উপজেলা) তে সংযুক্ত হওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে এই সংবর্ধনা দেওয়া হয়।
Tags: ইকবাল হাসান মাহমুদ টুকু