সিরাজগঞ্জের তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসা, স্টেডিয়াম রোডের ছাত্র হাফেজ মো. রাহিমুল ইসলাম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় তাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বাদ আছর সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন পৌর মুক্তমঞ্চে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাফেজ মো. রাহিমুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে হাফেজ মো. রাহিমুল ইসলাম শুধু তার পরিবার কিংবা মাদ্রাসার নয়, পুরো সিরাজগঞ্জ জেলার সম্মান বৃদ্ধি করেছেন। কুরআনের হাফেজরা সমাজের জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করেন এবং নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, “হাফেজ মো. রাহিমুল ইসলামের এই অর্জন আমাদের সবার জন্য গর্বের। ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলি বিকাশে এমন অর্জন নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও এমন মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার করছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, আলেম-ওলামা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা হাফেজ মো. রাহিমুল ইসলামের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তার জন্য দোয়া করেন।
অনুষ্ঠানটি ধর্মীয় পরিবেশ ও আনন্দঘন আবহে অনুষ্ঠিত হয়।
Tags: সিরাজগঞ্জে সংবর্ধনা, হাফেজ রাহিমুল