NCL T20 তে রাজশাহীর হয়ে দুর্দান্ত এক ইনিংস খেললেন সিরাজগঞ্জের ক্রিকেটার হাবিবুর রহমান সোহান। খুলনার বিপক্ষে ম্যাচে তিনি মাত্র ৪৫ বলে ৯৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ১০টি চার ও ৬টি ছক্কা। ইনিংসজুড়ে আগ্রাসী ব্যাটিংয়ে প্রতিপক্ষ বোলারদের অসহায় করে তোলেন তিনি।
সোহানের এমন দাপুটে ব্যাটিংয়ের সুবাদেই রাজশাহী খুলনাকে সহজেই হারিয়েছে। জয় এসেছে ৮ উইকেটে। ম্যাচে নাজমুল হোসেন শান্তও সোহানের সঙ্গে জুটি গড়ে ৩৯ বলে ৬৫ রান করেন। তাদের ১৪৮ রানের জুটিই রাজশাহীর জয় নিশ্চিত করে দেয়।
খুলনা ইনিংসের শুরুতে দ্রুত তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে। পরে সৌম্য সরকার ও আফিফ হোসেন কিছুটা লড়াই করলেও বড় সংগ্রহ গড়তে পারেনি দলটি। রাজশাহীর বোলিংয়ে সিরাজগঞ্জের রবিউল দুটি উইকেট নেন ২৫ রানে।
শেষ পর্যন্ত রাজশাহী ৮ উইকেটের বড় জয় তুলে নেয়। অসাধারণ ব্যাটিংয়ের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন হাবিবুর রহমান সোহান।
Tags: এনসিএল টি২০, হাবিবুর রহমান সোহান