হংকং আন্তর্জাতিক সিক্সেস ক্রিকেট টুর্নামেন্টে দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ দল। সিরাজগঞ্জের সন্তান হাবিবুর রহমান সোহানের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ ১৪ রানের ব্যবধানে শ্রীলঙ্কাকে পরাজিত করে।
৭ নভেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হয় মংককের মিশন রোড মাঠে।
প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করে। সোহান ৭ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার সঙ্গে অধিনায়ক আকবর আলীর ৯ বলে ৩২ রান ও মোসাদ্দেক হোসেনের কার্যকর ব্যাটিং দলকে লড়াইয়ের পুঁজি এনে দেয়।
জবাবে শ্রীলঙ্কা শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং করলেও বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫.১ ওভারে ৬১ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে মোসাদ্দেক হোসেন বল হাতে অসাধারণ পারফরম্যান্স দেখান-তিনি দুই ওভারে মাত্র ২০ রান খরচ করে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট দখল করেন।
মোসাদ্দেক হোসেনের অলরাউন্ড নৈপুণ্যের জন্য তাকে ম্যাচসেরা ঘোষণা করা হয়।
এই জয়ে গ্রুপ পর্বে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট অহর্জন করে পরবর্তী রাউন্ডের পথে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।
উল্লেখ হাবিবুর রহমান সোহান সিরাজগঞ্জের একমাত্র ক্রিকেটার যিনি জাতীয় দলে প্রবেশের সুযোগ পেয়েছে।
দলের সঙ্গে সোহান (সর্বডানে)
Tags: হংকং আন্তর্জাতিক সিক্সেস ক্রিকেট, হাবিবুর রহমান সোহান