1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
সেবা মুক্ত স্কাউটের চক্ষু ক্যাম্পে বাছাইকৃত অর্ধশতাধিক রোগীর অপারেশন
নতুন সংবাদ
পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটে আগ্রহ নেই সিরাজগঞ্জের কারাবন্দীদের সিরাজগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বৈধ আগ্নেয়াস্ত্র জমার নির্দেশ যমুনা নদীতে গোসল করতে গিয়ে কলেজছাত্র নিখোঁজ বাবা-মায়ের কবর জিয়ারত করে ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রচারণা শুরু চৌহালীতে বন্যা পূর্বাভাসভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে সমন্বয় সভা সিরাজগঞ্জে ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতাকর্মীরা সিরাজগঞ্জে রেড ক্রিসেন্টের উদ্যোগে ৬০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ এম হাফিজউদ্দিন খানের ইন্তেকালে সিসাসের গভীর শোক সিরাজগঞ্জের কৃতি মানুষ ও সাবেক সচিব এম হাফিজউদ্দিন খান আর নেই শাহজাদপুর আসনে জামায়াত জোটের দুই দল মুখোমুখি
                   
                       

সেবা মুক্ত স্কাউটের চক্ষু ক্যাম্পে বাছাইকৃত অর্ধশতাধিক রোগীর অপারেশন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
81

সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত ৮ম বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প থেকে বাছাই করা ৫০ রোগীর ছানি অপারেশন ও লেন্স স্থাপন শুরু হয়েছে।

এসব অপারেশন পরিচালনা করছেন এম এ মতিন চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দল।
চক্ষু অপারেশন
এরআগে দিনব্যাপী ক্যাম্পে সহস্রাধিক রোগী চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন, সেখান থেকে বাছাই করা গুরুতর রোগীদের অপারেশন হচ্ছে। এছাড়া প্রায় তিনশো রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। ক্যাম্পটি পরিচালনা করে বিএনএসবি বেইজ চক্ষু হাসপাতাল সিরাজগঞ্জ, আর্থিক সহায়তা প্রদান করে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা এএম ফস্টার কেয়ার।

চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেবা মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি এম. এম. কামরুল হাসান (পিআরএস)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রেজাউল করিম।
চক্ষু অপারেশন
আয়োজকরা জানান, অল্প খরচে ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে এই উদ্যোগটি দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে। প্রতি বছর শতাধিক দরিদ্র রোগী এই ক্যাম্পের মাধ্যমে নতুন দৃষ্টি ফিরে পান।

চিকিৎসকরা জানান, নির্বাচিত গুরুতর রোগীদের অপারেশন পর্যায়ক্রমে সম্পন্ন হবে এবং সব রোগীকেই পরবর্তী পর্যায়ে বিনামূল্যে ফলোআপ সেবা দেওয়া হবে।

স্থানীয় সামাজিক সংগঠন, শিক্ষক, সাংবাদিক ও স্কাউট সদস্যরা এই চক্ষু সেবা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!