ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে শুরু হয়েছে 'তারুণ্যের উৎসব জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫'। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী পর্ব শেষে অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জ জেলা ও শেরপুর জেলার মধ্যকার ফিরতি ফুটবল ম্যাচ। খেলাটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্যরা ও জেলা ক্রীড়া অফিসার। এ আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, এ ধরনের প্রতিযোগিতা দেশের তৃণমূল পর্যায়ে ফুটবলকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
160
ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে শুরু হয়েছে ‘তারুণ্যের উৎসব জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫’।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী পর্ব শেষে অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জ জেলা ও শেরপুর জেলার মধ্যকার ফিরতি ফুটবল ম্যাচ। খেলাটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্যরা ও জেলা ক্রীড়া অফিসার।
এ আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, এ ধরনের প্রতিযোগিতা দেশের তৃণমূল পর্যায়ে ফুটবলকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।