সিরাজগঞ্জে জাতীয় চ্যাম্পিয়ন্স লিগ খেলা পরিচালনা কমিটির সভা
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
সিরাজগঞ্জে জাতীয় চ্যাম্পিয়ন্স লিগ খেলা পরিচালনা কমিটির সভা
বাংলাদেশ জাতীয় চ্যাম্পিয়ন্স লিগ-২০২৫ খেলা পরিচালনার জন্য সিরাজগঞ্জ জেলায় গঠিত আহবায়ক কমিটির প্রথম সভা সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আহবায়ক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় কমিটির সকল সম্মানিত সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান হিলটন সভায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, জাতীয় চ্যাম্পিয়ন্স লিগের সফল আয়োজনের জন্য এ সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিরাজগঞ্জকে দেশের ফুটবল অঙ্গনে নতুনভাবে উপস্থাপন করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াঙ্গনে ইতোমধ্যেই উচ্ছ্বাস দেখা দিয়েছে।
187
বাংলাদেশ জাতীয় চ্যাম্পিয়ন্স লিগ-২০২৫ খেলা পরিচালনার জন্য সিরাজগঞ্জ জেলায় গঠিত আহবায়ক কমিটির প্রথম সভা সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আহবায়ক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় কমিটির সকল সম্মানিত সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান হিলটন সভায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, জাতীয় চ্যাম্পিয়ন্স লিগের সফল আয়োজনের জন্য এ সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিরাজগঞ্জকে দেশের ফুটবল অঙ্গনে নতুনভাবে উপস্থাপন করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াঙ্গনে ইতোমধ্যেই উচ্ছ্বাস দেখা দিয়েছে।