আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর আয়োজনে সিরাজগঞ্জে ‘গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন সাংবাদিক ও সরকারি কর্তাব্যক্তিরা এই সভায় অংশ নেন।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো.তৌহিদুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় ও জেলা তথ্য অফিসের উপপরিচালক মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে ‘গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ক রিপোর্ট উপস্থাপন করেন তথ্য অফিসার মো.তৌহিদুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি হারুন অর রশীদ খান হাসান, সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস, ইসমাইল হোসেন, আব্দুল হামিদসহ জেলার সাংবাদিকগণ।
বস্তুনিষ্ঠ ও তথ্য ভিত্তিক সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ‘গুজব’ বিষয়ে সচেতন থাকার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়।
মতবিনিময় সভায় জেলার ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
Tags: গণমাধ্যম, গুজব, ফেক নিউজ