সিরাজগঞ্জসহ দেশের ৩৯টি আসনের সীমানা পরিবর্তন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ পরিবর্তন আনা হয়েছে। আগামী রোববার (৭ সেপ্টেম্বর) গেজেট প্রকাশ করা হতে পারে। ইসির সিদ্ধান্ত অনুযায়ী, সিরাজগঞ্জ-১ এবং সিরাজগঞ্জ-২ আসনের সীমানায় পরিবর্তন এসেছে। নতুন সীমানায় ভোটার ভারসাম্য রক্ষার পাশাপাশি কিছু ইউনিয়ন এক আসন থেকে অন্য আসনে যুক্ত করা হয়েছে। ইসি সূত্র জানায়, দেশের মোট ৩০০ আসনের মধ্যে এবার ৩৯টির সীমানায় পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে রয়েছে—পঞ্চগড় ১ ও ২; রংপুর ৩; সিরাজগঞ্জ ১ ও ২; সাতক্ষীরা ৩ ও ৪; শরিয়তপুর ২ ও ৩; ঢাকা ২,৩,৭,১০,১৪ ও ১৯; গাজীপুর ১,২,৩,৫ ও ৬; নারায়ণগঞ্জ ৩,৪ ও ৫; সিলেট ১ ও ৩; ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩; কুমিল্লা ১,২,১০ ও ১১; নোয়াখালী ১,২,৪ ও ৫; চট্টগ্রাম ৭ ও ৮ এবং বাগেরহাট ২ ও ৩ আসন। উল্লেখ্য, গত ৩০ জুলাই ইসি ৩০০ আসনের খসড়া সীমানা প্রকাশ করেছিল। পরে আপত্তি ও প্রস্তাব গ্রহণ শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হচ্ছে।
90
সিরাজগঞ্জসহ দেশের ৩৯টি আসনের সীমানা পরিবর্তন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ পরিবর্তন আনা হয়েছে। আগামী রোববার (৭ সেপ্টেম্বর) গেজেট প্রকাশ করা হতে পারে।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, সিরাজগঞ্জ-১ এবং সিরাজগঞ্জ-২ আসনের সীমানায় পরিবর্তন এসেছে। নতুন সীমানায় ভোটার ভারসাম্য রক্ষার পাশাপাশি কিছু ইউনিয়ন এক আসন থেকে অন্য আসনে যুক্ত করা হয়েছে।
ইসি সূত্র জানায়, দেশের মোট ৩০০ আসনের মধ্যে এবার ৩৯টির সীমানায় পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে রয়েছে—পঞ্চগড় ১ ও ২; রংপুর ৩; সিরাজগঞ্জ ১ ও ২; সাতক্ষীরা ৩ ও ৪; শরিয়তপুর ২ ও ৩; ঢাকা ২,৩,৭,১০,১৪ ও ১৯; গাজীপুর ১,২,৩,৫ ও ৬; নারায়ণগঞ্জ ৩,৪ ও ৫; সিলেট ১ ও ৩; ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩; কুমিল্লা ১,২,১০ ও ১১; নোয়াখালী ১,২,৪ ও ৫; চট্টগ্রাম ৭ ও ৮ এবং বাগেরহাট ২ ও ৩ আসন।
উল্লেখ্য, গত ৩০ জুলাই ইসি ৩০০ আসনের খসড়া সীমানা প্রকাশ করেছিল। পরে আপত্তি ও প্রস্তাব গ্রহণ শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হচ্ছে।