সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আয়শা রশিদ বিদ্যানিকেতন স্কুলের উদ্যোগে আয়োজিত এ পরীক্ষায় তৃতীয়, পঞ্চম ও অষ্টম শ্রেণির মোট ৯০৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে সদর উপজেলার বহুলী ইউনিয়নের চাঁদপাল কালীদাসগাঁতী এলাকার আয়শা রশিদ বিদ্যানিকেতন স্কুল প্রাঙ্গণে ডা. মো. ইউসুফ তালুকদার স্মৃতি (৩য় শ্রেণি), আবু সাঈদ তালুকদার স্মৃতি (৫ম শ্রেণি) এবং শহীদ মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ স্মৃতি (৮ম শ্রেণি) বৃত্তি পরীক্ষা ২০২৫ একযোগে অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা বিভিন্ন পরীক্ষাকক্ষ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম ও অরুণ কুমার দেবনাথ। এছাড়া আয়শা রশিদ বিদ্যানিকেতন চাঁদপাল কালীদাসগাঁতীর প্রাক্তন অধ্যক্ষ আমিনা খাতুন, বিদ্যালয়ের পরিচালক অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম, পরিচালক গাজী ফজলুল মতিন মুক্তা, পরিচালক ও সিরাজগঞ্জ টেলিভিশন ফোরামের সভাপতি এবং চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার ফেরদৌস রবিন, পরিচালক ডা. হারুন বিন ইউসুফ তালুকদার, প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান এবং প্রাক্তন প্রধান শিক্ষক শাখার মো. গোলাম মওলা তালুকদারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মেধা যাচাই ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ২০১২ সাল থেকে নিয়মিতভাবে এ স্মৃতি বৃত্তি পরীক্ষা আয়োজন করে আসছে আয়শা রশিদ বিদ্যানিকেতন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা. আশরাফুল ইসলাম আলোকিত মানুষ গড়ার উদ্দেশ্যেই এ উদ্যোগ গ্রহণ করেন।
আয়োজকদের প্রত্যাশা, এই ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যতে মেধাবী শিক্ষার্থী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Tags: বৃত্তি পরীক্ষা, শিক্ষাবৃত্তি