শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলাম।
রোববার (২৮ সেপ্টেম্বর) তিনি সদর ও কাজীপুর উপজেলার পূজামণ্ডপগুলো ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক পূজা উদযাপন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পূজার আয়োজক এবং ভক্তদের আইনকানুন মেনে চলার আহ্বান জানান।
এ সময় তিনি নিয়োজিত আনসার ভিডিপি সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেন। জেলা প্রশাসন জানিয়েছে, পূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বিক তৎপরতা জোরদার করা হয়েছে।
Tags: সিরাজগঞ্জে দুর্গাপূজা