দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর জামিন আবেদন খারিজ করেছেন আদালত। বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন হেনরীর আইনজীবী জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ১ অক্টোবর মৌলভীবাজার থেকে র্যাবের যৌথ অভিযানে গ্রেফতার হন জান্নাত আরা হেনরী। সিরাজগঞ্জের যুবদল নেতা সোহানুর রহমানসহ তিনটি হত্যা মামলার অভিযোগে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
পরে ২৩ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক আসিফ আল-মাহমুদ দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হেনরীর বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় চলতি বছরের ১৩ জানুয়ারি তাকে গ্রেফতার দেখানো হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, হেনরী দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ৫৭ কোটি ১৩ লাখ ৭ হাজার ২২৩ টাকার সম্পদ অর্জন করেছেন, যা তার ঘোষিত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া ৩৫টি ব্যাংক অ্যাকাউন্টে ২ হাজার ২ কোটি ৬৬ লাখ ৬৬ হাজার ৫৭৭ টাকা এবং ১৩ কোটি ৭৮ লাখ ৪৬ হাজার মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। অভিযোগপত্রে বলা হয়, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে প্রাপ্ত এসব সম্পদের অবৈধ উৎস আড়াল করতে তিনি মানিলন্ডারিংয়ের মতো অপরাধেও জড়িত ছিলেন।
Tags: জান্নাত আরা হেনরী