সিরাজগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম আজ বুধবার (২৪ ডিসেম্বর) গণশুনানি গ্রহণ করেছেন।
গণশুনানিতে সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তারা নিজ নিজ এলাকার সমস্যা, প্রয়োজন, আশা-আকাঙ্ক্ষা ও বিভিন্ন দাবি জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন। জেলা প্রশাসক মনোযোগসহকারে এসব বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
শুনানি চলাকালে জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম কয়েকজন দরিদ্র ও অসহায় মানুষের হাতে প্রয়োজনীয় সহায়তা সামগ্রী তুলে দেন। এতে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে সন্তোষ প্রকাশ লক্ষ্য করা যায়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের সরাসরি যোগাযোগ স্থাপন এবং জনভোগান্তি দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।
Tags: গণশুনানি, সিরাজগঞ্জ জেলা প্রশাসক