সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কর্তারা উপস্থিত থেকে পরিস্থিতি ও করণীয় নিয়ে আলোচনা করেন।
রবিবার (৯ নভেম্বর) সকাল সোয়া ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের এ কে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলাম।
সভায় জেলা প্রশাসক বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ সদরসহ জেলার সকল উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, “মাদকের ছোবলে পরিবার ও সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। তরুণ সমাজকে বাঁচাতে হলে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং নাগরিক সমাজকে একসাথে কাজ করতে হবে। মাদক বেচাকেনা বন্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, এইডস ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, চুরি-ছিনতাই দমন, ধর্ষণ প্রতিরোধ, বাজার মনিটরিং ও যানজট নিরসনসহ নানা বিষয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার, পুলিশ সুপার মো. ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন, আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আশফাকুর রহমান, জেলা আনসার সার্কেল অ্যাডজুটেন্ট মো. সোহেল রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেনসহ জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ও সরকারি দপ্তরের কর্মকর্তারা।
Tags: আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা, সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ জেলা প্রশাসক