সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ডিসি কাপ টুর্নামেন্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। সাবেক ফুটবলারসহ বিভিন্ন সরকারি দপ্তর, প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধি এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ নজরুল ইসলাম। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন পুলিশ সুপার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা ক্রীড়া সংস্থা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা তথ্য কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। মোট ৩৬ জন সদস্য নিয়ে গঠিত এই কমিটি ওই টুর্নামেন্ট কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পাদন, টুর্নামেন্ট পরিচালনা, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করবে। জেলা প্রশাসন জানিয়েছে, এ কমিটির মাধ্যমে আগামীতে সিরাজগঞ্জ জেলায় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্ট আরও সুশৃঙ্খলভাবে আয়োজন করা হবে। ১০ দলের অংশগ্রহণে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে আগামী ৩ সেপ্টেম্বর শুরু হবে বহুল প্রত্যাশিত সিরাজগঞ্জ ডিসিকাপ ফুটবল টুর্নামেন্ট। পুরো তালিকা এখানে
110
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ডিসি কাপ টুর্নামেন্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। সাবেক ফুটবলারসহ বিভিন্ন সরকারি দপ্তর, প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধি এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।
কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ নজরুল ইসলাম। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন পুলিশ সুপার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা ক্রীড়া সংস্থা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা তথ্য কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
মোট ৩৬ জন সদস্য নিয়ে গঠিত এই কমিটি ওই টুর্নামেন্ট কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পাদন, টুর্নামেন্ট পরিচালনা, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করবে।
জেলা প্রশাসন জানিয়েছে, এ কমিটির মাধ্যমে আগামীতে সিরাজগঞ্জ জেলায় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্ট আরও সুশৃঙ্খলভাবে আয়োজন করা হবে।
১০ দলের অংশগ্রহণে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে আগামী ৩ সেপ্টেম্বর শুরু হবে বহুল প্রত্যাশিত সিরাজগঞ্জ ডিসিকাপ ফুটবল টুর্নামেন্ট।