সিরাজগঞ্জ শহরের চর রায়পুরে অবৈধ প্রক্রিয়ায় ঘি ও সরিষার তেল উৎপাদন ও বাজারজাত করার অপরাধে নেছারিয়া ফুডকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে পৌর এলাকার চর রায়পুর পূর্বপাড়ায় ইদ্রিসের বাড়িতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ। স্থানীয় সূত্রে জানা যায়, চর রায়পুর পূর্বপাড়ায় ইদ্রিসের বাড়ি ভাড়া নিয়ে স্থানীয় রাসেল দীর্ঘদিন ধরে অবৈধভাবে নকল ঘি ও সরিষার তেল তৈরি করে বাজারজাত করছিলেন। তার উৎপাদিত এসব ঘি ও তেলে কোনো লেবেল, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, বিএসটিআই অনুমোদন বা ট্রেড মার্ক ছিল না। অভিযানকালে এসব অনিয়ম প্রমাণিত হওয়ায় নিরাপদ খাদ্য আইনে কারখানার মালিক রাসেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
124
সিরাজগঞ্জ শহরের চর রায়পুরে অবৈধ প্রক্রিয়ায় ঘি ও সরিষার তেল উৎপাদন ও বাজারজাত করার অপরাধে নেছারিয়া ফুডকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে পৌর এলাকার চর রায়পুর পূর্বপাড়ায় ইদ্রিসের বাড়িতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।
স্থানীয় সূত্রে জানা যায়, চর রায়পুর পূর্বপাড়ায় ইদ্রিসের বাড়ি ভাড়া নিয়ে স্থানীয় রাসেল দীর্ঘদিন ধরে অবৈধভাবে নকল ঘি ও সরিষার তেল তৈরি করে বাজারজাত করছিলেন। তার উৎপাদিত এসব ঘি ও তেলে কোনো লেবেল, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, বিএসটিআই অনুমোদন বা ট্রেড মার্ক ছিল না।
অভিযানকালে এসব অনিয়ম প্রমাণিত হওয়ায় নিরাপদ খাদ্য আইনে কারখানার মালিক রাসেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।