সিরাজগঞ্জে শিশুদের জন্য বহুল প্রত্যাশিত বিনোদনকেন্দ্রের যাত্রা শুরু হলো। যমুনা নদীর তীরে মালসাপাড়ায় গড়ে উঠছে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ‘যমুনা ইকো শিশুপার্ক’।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মুনতাসির মেহেদীসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে জেলা প্রশাসক বলেন, যমুনার তীরবর্তী এ পার্ক শুধু শিশুদের বিনোদনের জায়গাই হবে না, বরং পর্যটনের আধুনিক কেন্দ্র হিসেবেও গড়ে উঠবে। এখানে শিশুদের খেলাধুলার বিভিন্ন আয়োজনের পাশাপাশি হোটেল, মসজিদ ও থাকার ব্যবস্থা যুক্ত করা হবে।
Tags: ডিসি অফিস সিরাজগঞ্জ, বিনোদন কেন্দ্র, শিশুপার্ক