সিরাজগঞ্জে সিরাতুন্নবী (সাঃ) ১৪৪৭ হিজরী উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ইমাম মোয়াজ্জেম কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা এবছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সিরাজগঞ্জ সরকারি কলেজের শিহাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে কেরাত, হামদ-নাত, ইসলামী কুইজসহ নানা প্রতিযোগিতা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সাইদুর রহমান বাচ্চু।
আলোচনায় তিনি বলেন, “এই আয়োজন যেন কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে, বরং নবী করীম (সা.)-এর জীবনী ও আদর্শ সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে হবে।” তিনি সিরাজগঞ্জের ইমাম-ওলামাদের আহ্বান জানান রাসূলুল্লাহ (সা.)-এর জীবনচরিত প্রচারে এগিয়ে আসার জন্য।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইমাম-মোয়াজ্জেম কল্যাণ সমিতির সভাপতি ও দরগাহ মসজিদুল কোবা মসজিদের খতীব মুফতি রহুল আমীন। প্রধান আলোচক ছিলেন নর্দার্ন ফ্লাওয়ার মিলস মসজিদের খতীব মুফতি আহমাদুল্লাহ সিরাজী এবং কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতি আব্দুল্লাহ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সাইদুল ইসলাম, কেন্দ্রীয় ওলামা দলের যুগ্ম-আহ্বায়ক এনামুল হক, জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মোঃ আব্দুর রাজ্জাক, বাংলাদেশ খেলাফত মজলিসের সদস্য সচিব হাফেজ তালহা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ সদর পৌরসভার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সামাদ খান।
বক্তারা বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর জীবন ও সুন্নাহ অনুসরণে সমাজে নৈতিকতা, মানবিকতা ও সুস্থ সংস্কৃতির বিকাশ সম্ভব। ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মকে ইসলামের আলোয় আলোকিত করার উদ্যোগ প্রশংসনীয়।
Tags: সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স