দীর্ঘ ১২ বছর পর সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে অনুষ্ঠিত দ্বিবার্ষিক নির্বাচনে অর্ডিনারি গ্রুপের ফলাফল ঘোষণা করা হয়েছে। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয় মাঝরাতে।
বহুদিন ধরে অনির্বাচিত কমিটির নেতৃত্বে চেম্বারের কার্যক্রম পরিচালিত হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছিল, এই নির্বাচন সেই স্থবিরতা কাটিয়ে নতুন নেতৃত্ব নির্বাচনে বিশেষ গুরুত্ব বহন করছে।

ঘোষিত ফলাফলে দেখা যায়, অর্ডিনারি গ্রুপে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাইদুর রহমান বাচ্চু। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে বিজয়ী হয়েছেন ভিপি অমর কৃষ্ণ দাস এবং ভাইস প্রেসিডেন্ট হয়েছেন হাজী আব্দুল কাদের।
পরিচালক পদে নির্বাচিত হয়েছেন হাজী আব্দুস সাত্তার, তানভীর মাহমুদ পলাশ, একাব্বার আলী আকবর, আবু সাইদ, জুড়ান সরকার, মো. নজরুল ইসলাম, সন্তোষ কুমার কানু, আবু হানিফ, প্রদীপ কুমার রায়, আবুল হাশেম আবু, শফিকুল ইসলাম জিন্নাহ, শফিকুল ইসলাম আলামিন, জুয়েল রানা এবং সানজিদ হাসান।
নির্বাচনকে ঘিরে সকাল থেকেই চেম্বার ভবন ও আশপাশের এলাকায় উৎসবমুখর আবহ বিরাজ করছিল। ভোটারদের দীর্ঘ সারি, প্রার্থীদের প্রচারণা, এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী সমাজের অনেকেই মনে করছেন, দীর্ঘ বিরতির পর গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নতুন নেতৃত্ব আসায় চেম্বারের কার্যক্রমে গতিশীলতা ফিরবে। পাশাপাশি শিল্প ও বাণিজ্য সম্প্রসারণ, তরুণ উদ্যোক্তা তৈরিসহ স্থানীয় ব্যবসায় উন্নয়নে নতুন কমিটির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পর ব্যবসায়ীদের দীর্ঘদিনের নানা সমস্যার সমাধান ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
Tags: সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স, সিরাজগঞ্জ চেম্বার নির্বাচন