সিরাজগঞ্জে প্রাইভেট কার ঢুকে গেলো দোকানে, ব্যবসায়ী নিহত
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
সিরাজগঞ্জে প্রাইভেট কার ঢুকে গেলো দোকানে, ব্যবসায়ী নিহত
সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের কাশিয়াহাঁটা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার দোকানে ঢুকে পড়ায় হাফিজুল ইসলাম (৩৫) নামে এক তেল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় কাঁচামাল ব্যবসায়ী আমির হোসেন (৪২) গুরুতর আহত হন। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাসুদ ইলেকট্রনিকস দোকানের সামনে বসে গল্প করছিলেন স্থানীয় কয়েকজন। এ সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার দোকান ভেঙে ভেতরে ঢুকে পড়ে। গুরুতর আহত হাফিজুল ও আমিরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হাফিজুলকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সময় গাড়ির ভেতর উচ্চ স্বরে গান বাজছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এতে গাড়ির দুই নারী যাত্রী আহত হন এবং পরে শহরের দিকে চলে যান। স্থানীয়রা গাড়ির চালকসহ দুজনকে আটক করে মারধর করেন, পরে পুলিশ তাদের হেফাজতে নেয়। সিরাজগঞ্জ সদর থানার এসআই মর্জিনা খাতুন জানান, আটক দুজনকে আইনের আওতায় আনার প্রস্তুতি চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
73
সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের কাশিয়াহাঁটা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার দোকানে ঢুকে পড়ায় হাফিজুল ইসলাম (৩৫) নামে এক তেল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় কাঁচামাল ব্যবসায়ী আমির হোসেন (৪২) গুরুতর আহত হন।
শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাসুদ ইলেকট্রনিকস দোকানের সামনে বসে গল্প করছিলেন স্থানীয় কয়েকজন। এ সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার দোকান ভেঙে ভেতরে ঢুকে পড়ে। গুরুতর আহত হাফিজুল ও আমিরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হাফিজুলকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার সময় গাড়ির ভেতর উচ্চ স্বরে গান বাজছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এতে গাড়ির দুই নারী যাত্রী আহত হন এবং পরে শহরের দিকে চলে যান। স্থানীয়রা গাড়ির চালকসহ দুজনকে আটক করে মারধর করেন, পরে পুলিশ তাদের হেফাজতে নেয়।