সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) বিকেল ৫টায় শহরের ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আলহাজ মো. মকবুল হোসেন চৌধুরী। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ভিপি শামীম খান।
সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা ও কামারখন্দ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা সংগঠনকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করে আগামী জাতীয় নির্বাচনে দলকে শক্তিশালীভাবে উপস্থাপনের আহ্বান জানান।
Tags: ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জে বিএনপি