বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী র্যালি নিয়ে জরুরি ৮ নির্দেশনা
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী র্যালি নিয়ে জরুরি ৮ নির্দেশনা
বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর সিরাজগঞ্জ জেলা বিএনপি র্যালি আয়োজন করেছে। এ উপলক্ষে শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ৮টি নির্দেশনা জারি করেছে দলীয় শৃঙ্খলা কমিটি। ৩০ আগস্ট জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ এ তথ্য জানিয়েছেন। জেলা বিএনপি সূত্র জানায়, জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্দেশনায় এবং শৃঙ্খলা কমিটির আহবায়ক নাজমুল হাসান তালুকদার রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নির্দেশনায় বলা হয়, র্যালিতে কেউ রং খেলতে পারবে না, কোন সাউন্ড সিস্টেম, ডিজে বক্স বা মাইক ব্যবহার করা যাবে না। জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোন কার্যকলাপ কঠোরভাবে এড়িয়ে চলতে হবে। এছাড়া র্যালির সামনে সাংবাদিক ছাড়া কেউ ভিডিও করার অজুহাতে দাঁড়াতে পারবে না। শৃঙ্খলা কমিটির সদস্যরা নির্দিষ্ট পোশাক পরে দায়িত্ব পালন করবে। কেউ নির্দেশনা অমান্য করলে সাংগঠনিক শাস্তির মুখোমুখি হতে হবে বলেও জানানো হয়। একই সঙ্গে র্যালিতে কোন ট্রাক বা পিকআপ থাকবে না। মিছিলে প্রথমে মহিলা কর্মীরা, এরপর জেলা নেতারা এবং তারপর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্রমানুসারে অবস্থান করবেন। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, মিছিলের সামনে কেবলমাত্র সাংবাদিকরা ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন। অন্য কোন নেতা-কর্মীকে সামনে দেখা গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু সকল নেতাকর্মীকে কঠোরভাবে এসব সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানিয়েছেন।
418
বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর সিরাজগঞ্জ জেলা বিএনপি র্যালি আয়োজন করেছে। এ উপলক্ষে শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ৮টি নির্দেশনা জারি করেছে দলীয় শৃঙ্খলা কমিটি।
৩০ আগস্ট জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ এ তথ্য জানিয়েছেন।
জেলা বিএনপি সূত্র জানায়, জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্দেশনায় এবং শৃঙ্খলা কমিটির আহবায়ক নাজমুল হাসান তালুকদার রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
নির্দেশনায় বলা হয়, র্যালিতে কেউ রং খেলতে পারবে না, কোন সাউন্ড সিস্টেম, ডিজে বক্স বা মাইক ব্যবহার করা যাবে না। জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোন কার্যকলাপ কঠোরভাবে এড়িয়ে চলতে হবে। এছাড়া র্যালির সামনে সাংবাদিক ছাড়া কেউ ভিডিও করার অজুহাতে দাঁড়াতে পারবে না।
শৃঙ্খলা কমিটির সদস্যরা নির্দিষ্ট পোশাক পরে দায়িত্ব পালন করবে। কেউ নির্দেশনা অমান্য করলে সাংগঠনিক শাস্তির মুখোমুখি হতে হবে বলেও জানানো হয়। একই সঙ্গে র্যালিতে কোন ট্রাক বা পিকআপ থাকবে না। মিছিলে প্রথমে মহিলা কর্মীরা, এরপর জেলা নেতারা এবং তারপর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্রমানুসারে অবস্থান করবেন।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, মিছিলের সামনে কেবলমাত্র সাংবাদিকরা ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন। অন্য কোন নেতা-কর্মীকে সামনে দেখা গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু সকল নেতাকর্মীকে কঠোরভাবে এসব সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানিয়েছেন।