1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
বিএনপির 'স্বাক্ষরবিহীন মনোনয়ন তালিকা' ফেসবুকে ভাইরাল, সিরাজগঞ্জে আলোচনা
নতুন সংবাদ
নির্বাচন ও গণভোট উপলক্ষে তাড়াশে কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত জামায়াত সরকার গঠন করলে সিরাজগঞ্জ থেকে মন্ত্রী বানানোর ঘোষণা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটে আগ্রহ নেই সিরাজগঞ্জের কারাবন্দীদের সিরাজগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বৈধ আগ্নেয়াস্ত্র জমার নির্দেশ যমুনা নদীতে গোসল করতে গিয়ে কলেজছাত্র নিখোঁজ বাবা-মায়ের কবর জিয়ারত করে ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রচারণা শুরু চৌহালীতে বন্যা পূর্বাভাসভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে সমন্বয় সভা সিরাজগঞ্জে ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতাকর্মীরা সিরাজগঞ্জে রেড ক্রিসেন্টের উদ্যোগে ৬০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ এম হাফিজউদ্দিন খানের ইন্তেকালে সিসাসের গভীর শোক
                   
                       

বিএনপির ‘স্বাক্ষরবিহীন মনোনয়ন তালিকা’ ফেসবুকে ভাইরাল, সিরাজগঞ্জে আলোচনা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
বিএনপির ভুয়া তালিকা ফেসবুকে
190

আসন্ন নির্বাচনকে ঘিরে সিরাজগঞ্জে সামাজিক মাধ্যম ফেসবুকে বিএনপির সম্ভাব্য মনোনয়ন তালিকা প্রকাশের খবরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দলের প্যাডে লেখা বলে দাবি করা ‘স্বাক্ষরবিহীন একটি তালিকা’ দ্রুত ভাইরাল হয়, যা নিয়ে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

বিষয়টি নিয়ে তদন্ত করেছে সিরাজগঞ্জ ইনফো টিম। বিএনপির মূল ফেসবুক পেজ ও বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে এ ধরণের কোনো তালিকা খুঁজে পাওয়া যায়নি। এর আগে একটি জাতীয় পত্রিকায় সংবাদের পরে বিএনপির পক্ষ থেকেও এধরণের কোনো তালিকা এখনই করা হয়নি বলেও জানানো হয়েছিল।

ভাইরাল ‘স্বাক্ষরবিহীন’ তালিকায় সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর নাম উল্লেখ করা হয়। এতে সিরাজগঞ্জ-১ আসনে কনকচাপা, সিরাজগঞ্জ-২ আসনে ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-৩ আসনে রাহিদ মান্নান লেলিন, সিরাজগঞ্জ-৪ আসনে এম আকবর আলী, সিরাজগঞ্জ-৫ আসনে আমিরুল ইসলাম খান আলিম এবং সিরাজগঞ্জ-৬ আসনে ড. এম এ মুহিতের নাম দেখা যায়।

সিরাজগঞ্জ-৬ আসনে ড. এম এ মুহিতকে ‘আলহামদুলিল্লাহ’ লিখে স্ট্যাটাস দিতে দেখা গেছে। ‘আলহামদুলিল্লাহ’ লিখে স্ট্যাটাস দিতে দেখা গেছে ইকবাল হাসান মাহমুদ টুকুর পরিবারের এক সদস্যকেও।

তালিকাটি প্রথমে ফেসবুকে একজন ব্যবহারকারী পোস্ট করলে অল্প সময়ের মধ্যেই জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। কেউ অভিনন্দন জানিয়ে পোস্ট দেন, আবার কেউ এটিকে ভুয়া বলে দাবি করেন। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে শুরু হয় উত্তাপ ও বিতর্ক।

উল্লাপাড়ার বিএনপি নেতা সাইফুল ইসলাম বাবলু তার ফেসবুক পোস্টে লিখেছেন, ভুয়া তথ্য প্রচার করে দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে তিনি আইনগত ব্যবস্থা নেবেন। তার দাবি, কিছু বহিষ্কৃত নেতা ইচ্ছাকৃতভাবে এমন বিভ্রান্তি ছড়াচ্ছে।

বেশ কয়েকজন ব্যবহারকারী অবশ্য ওই তালিকার নিচে অভিনন্দনসূচক মন্তব্য করেছেন, যা আরও বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই মন্তব্য করছেন—তালিকাটি গুজব না সত্য, তা পরিষ্কারভাবে জানানো দরকার।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, “আমিও তালিকাটি ফেসবুকে দেখেছি, তবে এটি আসল না নকল—এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না।”

এ ঘটনায় সিরাজগঞ্জে বিএনপি নেতাকর্মীদের মধ্যে চলছে তীব্র আলোচনা ও নানা জল্পনা।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!