সিরাজগঞ্জ জেলার উদ্যোক্তাদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে আয়োজিত বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে জেলা প্রশাসক সফল ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় তিনি বলেন, উদ্যোক্তা সৃষ্টি ও ক্ষুদ্র শিল্পের বিকাশই স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার অন্যতম প্রধান মাধ্যম। সিরাজগঞ্জের তরুণ ও নারী উদ্যোক্তাদের পণ্য উৎপাদন ও বাজার সম্প্রসারণে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক আরও বলেন, বিসিক উদ্যোক্তা মেলার মাধ্যমে স্থানীয় উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন ও বিপণনের সুযোগ পেয়েছেন, যা তাদের আত্মবিশ্বাস ও ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার ও জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোক্তাবান্ধব পরিবেশ তৈরিতে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
সমাপনী অনুষ্ঠানে বিসিকের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, উদ্যোক্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Tags: বিসিক, বিসিক উদ্যোক্তা ও বৈশাখী মেলা