সিরাজগঞ্জে বিসিকের শিল্প উদ্যোক্তা উন্নয়নে নতুন ব্যাচে ভর্তি চলছে
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
সিরাজগঞ্জে বিসিকের শিল্প উদ্যোক্তা উন্নয়নে নতুন ব্যাচে ভর্তি চলছে
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), সিরাজগঞ্জ জেলা কার্যালয়ে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে “শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ” কোর্সের ২য় ব্যাচে ভর্তি চলছে। ৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ আগামী ১২ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা স্বাবলম্বী হওয়ার পথ ও কৌশল, শিল্প বা ব্যবসা প্রতিষ্ঠান সফলভাবে প্রতিষ্ঠা ও পরিচালনার সক্ষমতা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ প্রাপ্তির নিয়ম, নিজস্ব পণ্যের বাজারজাতকরণে দক্ষতা এবং সরকারি সার্টিফিকেট অর্জনের সুযোগ পাবেন। রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ২৩০ টাকা (দুইশত ত্রিশ টাকা মাত্র) এবং আসন সংখ্যা সীমিত (২৫ জন)। নিবন্ধনের জন্য জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি ও পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে। যোগাযোগ: বিসিক জেলা কার্যালয়, শিয়ালকোল, সিরাজগঞ্জ। মোবাইল: ০১৭৫৭-৮১০৯৮৮ অথবা ০১৭২১-৫৪৬৫৮৬। প্রশিক্ষণে নারী-পুরুষ উভয়েই অংশ নিতে পারবেন। প্রশিক্ষণে খাবারের ব্যবস্থাও রয়েছে।
188
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), সিরাজগঞ্জ জেলা কার্যালয়ে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে “শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ” কোর্সের ২য় ব্যাচে ভর্তি চলছে।
৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ আগামী ১২ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা স্বাবলম্বী হওয়ার পথ ও কৌশল, শিল্প বা ব্যবসা প্রতিষ্ঠান সফলভাবে প্রতিষ্ঠা ও পরিচালনার সক্ষমতা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ প্রাপ্তির নিয়ম, নিজস্ব পণ্যের বাজারজাতকরণে দক্ষতা এবং সরকারি সার্টিফিকেট অর্জনের সুযোগ পাবেন।
রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ২৩০ টাকা (দুইশত ত্রিশ টাকা মাত্র) এবং আসন সংখ্যা সীমিত (২৫ জন)। নিবন্ধনের জন্য জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি ও পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে।
যোগাযোগ: বিসিক জেলা কার্যালয়, শিয়ালকোল, সিরাজগঞ্জ। মোবাইল: ০১৭৫৭-৮১০৯৮৮ অথবা ০১৭২১-৫৪৬৫৮৬।
প্রশিক্ষণে নারী-পুরুষ উভয়েই অংশ নিতে পারবেন। প্রশিক্ষণে খাবারের ব্যবস্থাও রয়েছে।