1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
অ্যান্ড্রয়েড ফোনে ব্যাটারি দ্রুত শেষ রোধে গুগলের নতুন উদ্যোগ
নতুন সংবাদ
নির্বাচন ও গণভোট উপলক্ষে তাড়াশে কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত জামায়াত সরকার গঠন করলে সিরাজগঞ্জ থেকে মন্ত্রী বানানোর ঘোষণা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটে আগ্রহ নেই সিরাজগঞ্জের কারাবন্দীদের সিরাজগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বৈধ আগ্নেয়াস্ত্র জমার নির্দেশ যমুনা নদীতে গোসল করতে গিয়ে কলেজছাত্র নিখোঁজ বাবা-মায়ের কবর জিয়ারত করে ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রচারণা শুরু চৌহালীতে বন্যা পূর্বাভাসভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে সমন্বয় সভা সিরাজগঞ্জে ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতাকর্মীরা সিরাজগঞ্জে রেড ক্রিসেন্টের উদ্যোগে ৬০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ এম হাফিজউদ্দিন খানের ইন্তেকালে সিসাসের গভীর শোক
                   
                       

অ্যান্ড্রয়েড ফোনে ব্যাটারি দ্রুত শেষ রোধে গুগলের নতুন উদ্যোগ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
57

গুগল অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ব্যাটারি খরচ কমানোর জন্য নতুন একটি প্রযুক্তি চালু করতে যাচ্ছে। অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে অতিরিক্ত কার্যক্রম চালিয়ে ফোনের ব্যাটারি দ্রুত শেষ করে ফেলে। এই সমস্যার সমাধানে গুগল এখন এমন একটি ব্যবস্থা চালু করছে যা এসব অ্যাপকে শনাক্ত করবে এবং ব্যবহারকারীদের জানাবে কোন অ্যাপ ব্যাটারি বেশি খরচ করছে।

বিভিন্ন প্রযুক্তি ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

নতুন উদ্যোগের আওতায়, যদি কোনো অ্যাপ নির্ধারিত সীমার বেশি ব্যাটারি ব্যবহার করে, তবে সেটিকে গুগল প্লে স্টোরে ব্যাটারি পারফরম্যান্স খারাপ হিসেবে চিহ্নিত করা হবে। শুধু তাই নয়, প্রয়োজনে সেই অ্যাপের উপস্থিতি সুপারিশনির্ভর বিভিন্ন স্থানে কমিয়ে দেওয়া হবে। অর্থাৎ, ব্যবহারকারীরা যখন নতুন অ্যাপ খুঁজবেন বা ইনস্টল করতে চাইবেন, তখন অতিরিক্ত ব্যাটারি খরচ করা অ্যাপগুলো কম দেখা যাবে।

গুগল জানিয়েছে, এই উদ্যোগের প্রথম ধাপে ‘Excessive Partial Wake Lock’ নামের একটি নির্দেশক চালু করা হবে। এটি মূলত ব্যাকগ্রাউন্ডে অ্যাপের কার্যক্রম পর্যবেক্ষণ করবে। যদি কোনো অ্যাপ অযথা ফোনকে জাগিয়ে রাখে এবং ব্যাটারি খরচ বাড়ায়, তবে সেটি চিহ্নিত হবে। এই নিয়মগুলো ২০২৬ সালের ১ মার্চ থেকে কার্যকর হবে।

ডেভেলপারদের জন্যও এটি একটি বড় পরিবর্তন। তাদের অ্যাপগুলোকে নতুন নির্দেশিকার সাথে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। যদি কোনো ডেভেলপার ধারাবাহিকভাবে গুগলের ব্যাটারি ব্যবহারের নিয়ম লঙ্ঘন করে, তবে প্লে স্টোরে ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা পাঠানো হবে। এর ফলে ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারবেন কোন অ্যাপ তাদের ফোনের ব্যাটারি দ্রুত শেষ করছে।

গুগলের এই উদ্যোগের মাধ্যমে ব্যবহারকারীরা দীর্ঘ সময় ফোন ব্যবহার করতে পারবেন এবং ডেভেলপাররা আরও দায়িত্বশীল হয়ে উঠবেন। ফলে অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমে ব্যাটারি ব্যবহারের ক্ষেত্রে একটি ইতিবাচক পরিবর্তন আসবে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!