সিরাজগঞ্জ সদরে কৃষকরা পেলেন বিনামূল্যে মাসকলাই বীজ ও সার
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
সিরাজগঞ্জ সদরে কৃষকরা পেলেন বিনামূল্যে মাসকলাই বীজ ও সার
২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সিরাজগঞ্জ সদর উপজেলার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের প্রশিক্ষণ হলরুমে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা কৃষিবিদ এস এম নাসিম হোসেন। তিনি বলেন, উৎপাদনশীলতা বৃদ্ধি ও কৃষকের পাশে দাঁড়াতেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. আলমগীর হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি প্রমুখ। এ সময় কৃষকদের মধ্যে ৫ কেজি মাসকলাই বীজ, ১৫ কেজি ড্যাব সার ও ৫ কেজি এমপি সার সমন্বিত প্যাকেজ বিতরণ করা হয়। বিনামূল্যে এ সহায়তা পেয়ে কৃষকেরা আনন্দ প্রকাশ করেছেন।
75
২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সিরাজগঞ্জ সদর উপজেলার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের প্রশিক্ষণ হলরুমে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা কৃষিবিদ এস এম নাসিম হোসেন। তিনি বলেন, উৎপাদনশীলতা বৃদ্ধি ও কৃষকের পাশে দাঁড়াতেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. আলমগীর হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি প্রমুখ। এ সময় কৃষকদের মধ্যে ৫ কেজি মাসকলাই বীজ, ১৫ কেজি ড্যাব সার ও ৫ কেজি এমপি সার সমন্বিত প্যাকেজ বিতরণ করা হয়।
বিনামূল্যে এ সহায়তা পেয়ে কৃষকেরা আনন্দ প্রকাশ করেছেন।