সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মোট তিনজন নিহত হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার সলঙ্গা এলাকায় ও কাওয়াক মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
হাসপাতাল ও পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
পুলিশ ও নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, সন্ধ্যার দিকে সলঙ্গা থানার র্যাব-১২ কার্যালয় সংলগ্ন এলাকা দিয়ে মোটরসাইকেলযোগে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন হান্নান খান। পথে অজ্ঞাত একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ৩ বছরের মেয়ে হাফসা খাতুন ঘটনাস্থলেই মারা যায়। পরে গুরুতর আহত অবস্থায় হান্নানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
এ ঘটনায় হান্নানের স্ত্রী বৃষ্টি খাতুন ও ছেলে হামজা আহত অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। নিহতরা সিরাজগঞ্জ সদর উপজেলার বহুতী গ্রামের বাসিন্দা।
অন্যদিকে রাতে উল্লাপাড়ার কাওয়াকমোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় সিমেন্টবোঝাই একটি ট্রাকের চাপায় নুরনবী হোসেন (৫৫) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। তিনি শাহজাদপুর উপজেলার চরনবীপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করেছে পুলিশ, তবে চালক পলাতক রয়েছেন।
Tags: উল্লাপাড়া, সড়ক দুর্ঘটনা