প্রচারণা ও জনসংযোগে ব্যস্ত কাজীপুরের এবি পার্টির প্রার্থী তামিম
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
প্রচারণা ও জনসংযোগে ব্যস্ত কাজীপুরের এবি পার্টির প্রার্থী তামিম
সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনের আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত এমপি প্রার্থী শাব্বির আহমেদ তামিমের নির্বাচনী প্রচারণা জোরেশোরেই চলছে। শুক্রবার ও শনিবার তিনি কুড়ালিয়া গ্রামে মুরুব্বিদের সঙ্গে মতবিনিময় করেন এবং সীমান্তবাজার ও আলমপুরবাজার এলাকায় ব্যাপক জনসংযোগ পরিচালনা করেন। কুড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় গ্রামবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সভায় বক্তব্য দেন গ্রামের মুরুব্বি কাজী আমিনুল ইসলাম, আব্দুল কুদ্দুস, গোলাম রাব্বানী ও আল আমিন। বক্তারা বলেন, “দলমত নির্বিশেষে আমরা সবাই এবি পার্টির প্রার্থী শাব্বির আহমেদ তামিমের পাশে থাকব। উন্নয়ন ও পরিবর্তনের স্বার্থেই তার পক্ষে কাজ করব ইনশা আল্লাহ।” সভায় প্রধান অতিথির বক্তব্যে শাব্বির আহমেদ তামিম বলেন, “এলাকার পিছিয়ে থাকা মানুষদের জীবনমান উন্নয়নই আমার প্রধান লক্ষ্য। আমি নির্বাচিত হলে কাজিপুরে আধুনিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্যসেবা, কৃষি সহায়তা ও যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করবো। আপনাদের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করতে চাই।” তিনি আরও বলেন, “এই এলাকার রাস্তা, সেতু, ড্রেনেজ ও বাজারব্যবস্থাপনা উন্নয়নে সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করা হবে। কাজিপুরকে সম্ভাবনার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে কেউ উপেক্ষিত থাকবে না।” মতবিনিময় শেষে তিনি সীমান্তবাজার ও আলমপুরবাজার এলাকার দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। স্থানীয় জনগণ তাকে স্বাগত জানিয়ে সমর্থন জানান। গ্রামবাসী আশাবাদী যে তামিমের তরুণ নেতৃত্ব, শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতা কাজিপুরের উন্নয়ন গতিশীল করবে।
173
সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনের আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত এমপি প্রার্থী শাব্বির আহমেদ তামিমের নির্বাচনী প্রচারণা জোরেশোরেই চলছে। শুক্রবার ও শনিবার তিনি কুড়ালিয়া গ্রামে মুরুব্বিদের সঙ্গে মতবিনিময় করেন এবং সীমান্তবাজার ও আলমপুরবাজার এলাকায় ব্যাপক জনসংযোগ পরিচালনা করেন।
কুড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় গ্রামবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সভায় বক্তব্য দেন গ্রামের মুরুব্বি কাজী আমিনুল ইসলাম, আব্দুল কুদ্দুস, গোলাম রাব্বানী ও আল আমিন। বক্তারা বলেন, “দলমত নির্বিশেষে আমরা সবাই এবি পার্টির প্রার্থী শাব্বির আহমেদ তামিমের পাশে থাকব। উন্নয়ন ও পরিবর্তনের স্বার্থেই তার পক্ষে কাজ করব ইনশা আল্লাহ।”
সভায় প্রধান অতিথির বক্তব্যে শাব্বির আহমেদ তামিম বলেন, “এলাকার পিছিয়ে থাকা মানুষদের জীবনমান উন্নয়নই আমার প্রধান লক্ষ্য। আমি নির্বাচিত হলে কাজিপুরে আধুনিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্যসেবা, কৃষি সহায়তা ও যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করবো। আপনাদের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করতে চাই।” তিনি আরও বলেন, “এই এলাকার রাস্তা, সেতু, ড্রেনেজ ও বাজারব্যবস্থাপনা উন্নয়নে সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করা হবে। কাজিপুরকে সম্ভাবনার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে কেউ উপেক্ষিত থাকবে না।”
মতবিনিময় শেষে তিনি সীমান্তবাজার ও আলমপুরবাজার এলাকার দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। স্থানীয় জনগণ তাকে স্বাগত জানিয়ে সমর্থন জানান।
গ্রামবাসী আশাবাদী যে তামিমের তরুণ নেতৃত্ব, শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতা কাজিপুরের উন্নয়ন গতিশীল করবে।