সিরাজগঞ্জে জেলা পর্যায়ে ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার-২০২৫ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, সিরাজগঞ্জ জেলার আয়োজনে সোমবার (১৩ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজগঞ্জ সার্কেল) নাজরান রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার প্রমুখ।
সিরাজগঞ্জে জেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল জব্বার। পুরস্কার বিতরণ করেন জেলা ক্রীড়া অফিসার নূরে এলাহী।
প্রতিযোগিতা ফুটবল (বালক- বালিকা), কাবাডি( বালক ও বালিকা), হ্যান্ডবল ( বালক-বালিকা) , দাবা (বড় ও মধ্যম) ( বালক- বালিকা) চ্যাম্পিয়ন রানার্সআপ এছাড়াও সাঁতার বড় ও মধ্যমে (প্রথম ও দ্বিতীয়) পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, ডা: তাসমিনা মতিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (শরীরিক শিক্ষা) মোঃ আলমগীর হোসেন ও সিরাজগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মোঃ হাফিজুল ইসলাম ।
সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদাত হোসেন, বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম, খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক ও হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহেল কাফি সহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শারীরিক শিক্ষা শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
Tags: ৫২ তম গ্রীষ্মকালীন, ক্রীড়া প্রতিযোগিতা, সিরাজগঞ্জে জেলা