সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু আজ (৪ সেপ্টেম্বর) পদ্মপুকুরের পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে তদারকি করেছেন।
স্থানীয় স্বেচ্ছাসেবকদের উদ্যোগে পরিচালিত এই পরিচ্ছন্নতা কার্যক্রমে তিনি অংশ নেন এবং পুকুর সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। এসময় তিনি বলেন, “পদ্মপুকুর শুধু একটি জলাশয় নয়, এটি সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যের অংশ। এর সৌন্দর্য ও পরিবেশ রক্ষা আমাদের সবার দায়িত্ব। এইসব জলাশয় পরিচ্ছন্ন থাকলে ছোট ছোট ছেলেমেয়েরা এখানে সাঁতার শিখতে পারবে, এতে করে পানিতে ডুবে মৃত্যুর ঘটনাও কমবে। আমাদের সিরাজগঞ্জ অনেক ছোটখাট সমস্যা আছে, আমরা সবকিছু নজরে এনে ধীরে ধীরে সব ঠিক করবো, আমাদের সামনে অনেক লক্ষ্য আছে।”
তদারকির সময় তিনি স্থানীয় ব্যবসায়ী, স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং পরিচ্ছন্নতার ধারাবাহিকতা বজায় রাখতে নিয়মিত উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।
গত ২৮ আগস্ট সাইদুর রহমান বাচ্চু পদ্মপুকুরকে পুরনো রূপে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছিলেন, তারাই ধারাবাহিকতায় তিনি এই তদারকি কাজে অংশ নিলেন।
স্থানীয়রা তাঁর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জনপ্রতিনিধি ও ব্যবসায়ী নেতাদের এমন তদারকি কাজকে আরও গতি দেবে।
উল্লেখ্য, ২০১৮ সালে তৎকালীন জেলা প্রশাসকপুকুরটি পরিষ্কার করে সৌন্দর্য বর্ধন করেন এবং শত শত পদ্মগাছ রোপণ করেন। এরপর থেকেই এর নাম হয় পদ্মপুকুর, যা একসময় শহরবাসীর বিনোদনের অন্যতম কেন্দ্র হয়ে ওঠে। তবে সাম্প্রতিক সময়ে অবহেলা ও আবর্জনায় এটি আবারও নোংরা হয়ে পড়ে।
Tags: পদ্মপুকুর, সাইদুর রহমান বাচ্চু