ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)'র ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ১ জানুয়ারি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সংস্থার প্রধান কার্যালয়ে অনাড়ম্বর ও ঘরোয়া পরিবেশে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। এনডিপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিপির নির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আছির উদ্দিন। স্বাগত বক্তব্য দেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান। তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে এনডিপি পথচলার আরও একটি নতুন বছরে পদার্পণ করেছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ তাসমেরী হোসেন মুক্তি এবং সাধারণ পরিষদ সদস্য ও পিসিডির নির্বাহী পরিচালক মো. শফিকুল আলম। এছাড়াও অনুভূতি ব্যক্ত করেন সংস্থার পরিচালক (পরিকল্পনা ও কর্মসূচি) এবিএম সাজ্জাদ হোসেন, পরিচালক (ঋণ সহায়তা কর্মসূচি) মোসলেম উদ্দিন আহমেদ এবং উপ-পরিচালক (পরিকল্পনা ও কর্মসূচি) আবু নাঈম মো. জুবায়ের খান। অনুষ্ঠানে এনডিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাধারণ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা সংস্থার দীর্ঘ পথচলা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
26
ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)’র ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ১ জানুয়ারি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সংস্থার প্রধান কার্যালয়ে অনাড়ম্বর ও ঘরোয়া পরিবেশে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়।
স্বাগত বক্তব্য দেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান। তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে এনডিপি পথচলার আরও একটি নতুন বছরে পদার্পণ করেছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ তাসমেরী হোসেন মুক্তি এবং সাধারণ পরিষদ সদস্য ও পিসিডির নির্বাহী পরিচালক মো. শফিকুল আলম।
এছাড়াও অনুভূতি ব্যক্ত করেন সংস্থার পরিচালক (পরিকল্পনা ও কর্মসূচি) এবিএম সাজ্জাদ হোসেন, পরিচালক (ঋণ সহায়তা কর্মসূচি) মোসলেম উদ্দিন আহমেদ এবং উপ-পরিচালক (পরিকল্পনা ও কর্মসূচি) আবু নাঈম মো. জুবায়ের খান।
অনুষ্ঠানে এনডিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাধারণ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা সংস্থার দীর্ঘ পথচলা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।