সিরাজগঞ্জ জেলা ও সদর উপজেলা পরিবেশক সমিতির উদ্যোগে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চুসহ ভাইস প্রেসিডেন্ট ও পরিচালকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সিরাজগঞ্জ চেম্বারের নতুন কমিটিকে সংবর্ধনা উপলক্ষে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সমিতির কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পরিবেশক সমিতির সভাপতি অরুণ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সিরাজগঞ্জের ব্যবসা-বাণিজ্য ও শিল্পখাতের উন্নয়নে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবনির্বাচিত নেতৃত্ব ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও জেলার অর্থনৈতিক অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
সংবর্ধনা গ্রহণ করে চেম্বারের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু জেলা ও সদর উপজেলা পরিবেশক সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ব্যবসায়ী সমাজের ঐক্য ও সহযোগিতার মাধ্যমে সিরাজগঞ্জের বাণিজ্যিক পরিবেশকে আরও গতিশীল ও সুসংগঠিত করা হবে।
অনুষ্ঠানে জেলা ও সদর উপজেলা পরিবেশক সমিতির নেতৃবৃন্দসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Tags: সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স