দেশের শীর্ষ দুই মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড ও গ্রামীণফোন লিমিটেড আজ থেকে সীমিত পরিসরে বাণিজ্যিকভাবে ফাইভ-জি সেবা চালু করেছে। ডিজিটাল ভবিষ্যতের পথে বাংলাদেশকে এক ধাপ এগিয়ে নেওয়ার এ উদ্যোগকে মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করেন, এই সীমিত পর্যায়ের বাণিজ্যিক ফাইভ-জি চালু করা অত্যন্ত জরুরি। কারণ এর মাধ্যমে রেগুলেটর ও অপারেটররা প্রয়োজনীয় শিক্ষণ প্রক্রিয়া (learning curve) অর্জন করবে, প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে শিখবে এবং গ্রাহক অভিজ্ঞতা যাচাই করার সুযোগ পাবে। তবে তারা সতর্ক করে বলেন, গ্রাহকরা প্রকৃত সুবিধা পাবেন তখনই, যখন ফাইভ-জি সীমিত নেটওয়ার্ক থেকে বের হয়ে বৃহৎ পরিসরে শহর ও গ্রাম উভয় অঞ্চলে বিস্তৃত হবে।
ফাইভ-জি সফলভাবে কাজে লাগাতে হলে শুধু নেটওয়ার্ক সম্প্রসারণই যথেষ্ট নয়, বরং একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম গড়ে তোলা প্রয়োজন। এর মধ্যে রয়েছে—সাশ্রয়ী মূল্যের ফাইভ-জি হ্যান্ডসেট, স্মার্ট ওয়্যারেবল, এআর/ভিআর ও আইওটি ডিভাইস। একই সঙ্গে কভারেজ, ক্যাপাসিটি, মবিলিটি, এক্সেসিবিলিটি, রিটেইনেবিলিটি ও ইন্টেগ্রিটি—এই মানদণ্ডগুলোতে উচ্চমান নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিতে হবে। এজন্য ২জি ও ৩জি স্পেকট্রাম ধাপে ধাপে ফাইভ-জি কভারেজ লেয়ারে রূপান্তর করার কথাও বলা হচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করেন, বাংলাদেশে ফাইভ-জি প্রযুক্তি শুধু টেলিকম নয়, বরং বিভিন্ন খাতের শিল্প ও সমাজে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। এডটেক, এগ্রোটেক, হেলথটেক, গভটেক, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনসহ বিভিন্ন ক্ষেত্রে ফাইভ-জি নির্ভর নতুন সেবা উদ্ভাবন সম্ভব। কম ল্যাটেন্সি প্রয়োজন এমন মিশন-ক্রিটিক্যাল ও বিজনেস-ক্রিটিক্যাল সেবার ক্ষেত্রেও ফাইভ-জি হবে নির্ভরযোগ্য সমাধান।
তবে এসব সুবিধা পেতে হলে বাংলাদেশকেই নিজস্ব প্রেক্ষাপটে ফাইভ-জি ইউজকেস তৈরি ও নতুন বাজার গড়ে তুলতে হবে। এজন্য অপারেটরদের কিস্তি ভিত্তিক ফাইন্যান্সিয়াল সলিউশনের মাধ্যমে ব্যাপকভাবে সাশ্রয়ী মূল্যে ফাইভ-জি হ্যান্ডসেট বিক্রিতে নামতে হবে বলে মত দিয়েছে সংশ্লিষ্ট মহল।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ফাইভ-জি প্রযুক্তিকে কাজে লাগিয়ে সমাজের প্রতিটি স্তরের জীবন ও জীবিকাকে উন্নত করা, ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পে নতুন সম্ভাবনা তৈরি করা এবং উদ্ভাবন ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা।
বাংলাদেশ সরকার জানিয়েছে, ফাইভ-জি সেবার বিস্তৃত সম্প্রসারণ ও সফল বাস্তবায়নের জন্য তারা সব ধরনের রেগুলেটরি সহায়তা অব্যাহত রাখবে।
Tags: গ্রামীণ ফোন, ফাইভ জি, রবি