সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পরিবেশ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১১ আগস্ট সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক জনাব মুহাম্মদ নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব গণপতি রায়।
সভায় জেলার ও উপজেলার ইন্ডাস্ট্রি মালিক সমিতি, শিল্পপ্রতিষ্ঠানের মালিক ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।
সভায় শিল্প খাতে পরিবেশ সংরক্ষণ, পরিবেশগত নীতিমালা অনুসরণ এবং টেকসই উন্নয়নের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
এই সভাকে সিরাজগঞ্জে পরিবেশ ও শিল্পের ভারসাম্য রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
Tags: ইটভাটা, পরিবেশ, সিরাজগঞ্জ জেলা প্রশাসক