সিরাজগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে প্রফেসর মতিন আই কেয়ার সিস্টেমের পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে।
প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ড. এম. এ. মুহিতের সৌজন্যে ৫ আগস্ট দিনব্যাপি এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এই উদ্যোগে সিরাজগঞ্জের সাধারণ জনগণ বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষরা বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের সুযোগ পাচ্ছেন। উদ্যোগটি জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রফেসর মতিন আই কেয়ার সিস্টেম সর্বদা গরীব ও অসহায় মানুষের পাশে থেকে চিকিৎসা সহায়তা দিয়ে আসছে। আগামীতেও তারা এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে বলে জানানো হয়।
Tags: চক্ষু ক্যাম্প, জুলাই গণঅভ্যুত্থান